চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও উন্নত করা হবে: শিক্ষামন্ত্রী

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্মরণীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও উন্নত করা হবে: শিক্ষামন্ত্রী

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: দুর্গম চরাঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্মরণীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ যেহেতু নদীভাঙন প্রবণ এলাকা তাই এখানকার চরাঞ্চলে অনেক মানুষ বসবাস করেন। এই অঞ্চলের শিক্ষার মানকে শহরের সঙ্গে তাল মিলিয়ে উন্নত করা হবে।

ডা. দীপু মনি বলেন, চরাঞ্চলের জন্য শিক্ষক ও জনবল কম রয়েছে। অঞ্চলভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরও বেগবান করা হবে। সেইসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে।

মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের আগে বেলকুচি উপজেলা চত্বর ও তাঁতশিল্প কারখানা পরিদর্শন করেন। এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ আব্দুল মমিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার শফিউল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom