চমেক হাসপাতাল থেকে ‘দালাল’ আটক

আজ বুধবার  বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে তাকে আটক করা হয়।

চমেক হাসপাতাল থেকে ‘দালাল’ আটক

প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার  বেলা পৌনে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে তাকে আটক করা হয়।

সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে চমেক থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা কার্যক্রমে জড়িত বলে জানিয়েছে পুলিশ। 

তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকার আমানিয়া বোর্ডিংয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধামসার এলাকায়। তিনি ওই এলাকার মৃত মো. জাহের মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সকালে হাসপাতালের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে থেকে এক দালালকে আটক করা হয়েছে। তাকে পাঁচলাইশ থানায় পাঠানো হচ্ছে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, চমেক হাসপাতাল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে থানার আনার পর মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এর আগে গত ২৫ অক্টোবর হাসপাতালটি থেকে মোরশেদ আলম বাবু, মো. জিসান, মো. জুয়েল ও মো. ফরহাদ নামে চার দালালকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনার কয়েকদিন পর ৩১ অক্টোবর আদনান শিকদার নামে আরেক দালালকে গ্রেপ্তার করে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom