চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হন তিনি। লি’কে মনোনীত করেছেন প্রেসিডেন্ট শি নিজে।

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

 প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চীনে তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠজন লি কিয়াং (৬৩) দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হন তিনি। লি’কে মনোনীত করেছেন প্রেসিডেন্ট শি নিজে। বেইজিংয়ে শনিবার সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে সর্বসম্মতিক্রমে লি কিয়াং নির্বাচিত হন। তিনি দুই হাজার নয় শ’র বেশি ভোট পেয়েছেন। এক দিন আগে তৃতীয় মেয়াদের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন শি জিনপিং। এর মাধ্যমে তার আজীবন ক্ষমতায় থাকার পথ নিশ্চিত হয়েছে। এর ফলে মাও সেতুং- এর পর তিনিই চীনের সবচেয়ে ক্ষমতাবান নেতা হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দিন লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন শি জিনপিং।

সূত্র : আল-জাজিরা

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: