চন্দ্রশেখরের দেওয়া উপহারের তালিকা দিলেন জ্যাকুলিন
২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা ও মুদ্রাপাচার মামলায় নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ
প্রথম নিউজ, ডেস্ক : ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা ও মুদ্রাপাচার মামলায় নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আলোচিত এ মামলার মূলহোতা সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রীর তালিকা এবার জমা দিলেন অভিনেত্রী। গত সোমবার দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখায় লিখিত এ তালিকা দেন তিনি।
বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন জ্যাকুলিনকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইওডব্লিউ। সুকেশের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী ও তার বুক করা চার্টার্ড ফ্লাইট রাইড সম্পর্কে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছে।
সূত্রের তথ্য, জিজ্ঞাসাবাদে জ্যাকুলিন এর আগে একাধিকবার চার্টার্ড ফ্লাইটে ভ্রমণের কথা নাকি স্বীকারও করেছেন। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে যে কোনো সময় তলব করা হতে পারে।
এর আগে এক বিবৃতিতে ভারতের আর্থিক দুর্নীতির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অ্যানফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) জানিয়েছিল, চন্দ্রশেখর চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের আয় থেকে জ্যাকুলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন। যার মধ্যে রয়েছে ৫২ লাখ রুপি দামের একটি ঘোড়া, ৯ লাখ রুপির একটি পার্সিয়ান বিড়াল, এবং দামি ব্যাগ ও গয়না।
ইডির দাবি, চন্দ্রশেখরের সঙ্গে ২০১৭ সাল থেকে জ্যাকুলিনের পরিচয়। প্রতারণার এ মামলায় সুকেশের সঙ্গে জ্যাকলিনকে অভিযুক্ত করে গত আগস্টের মাঝামাঝি দিল্লির একটি আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দেয় ইডি।
এর আগে দিল্লির এক ধনকুবেরের কাছ থেকে প্রায় ২০০ কোটিরও বেশি রুপি প্রতারণা করে আত্মসাতের অভিযোগে সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করা হয়। এরপরই তার অর্থপাচার নিয়ে তদন্তে নামে ইডি।
বিপুল পরিমাণ এ অর্থ চন্দ্রশেখর আত্মসাৎ করেছেন বলে ইডির প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়। আগস্টের সম্পূরক চার্জশিটে বলা হয়, ওই অর্থ থেকে জ্যাকুলিনকে ৫ কোটি রুপির বেশি মূল্যের উপহার দেন চন্দ্রশেখর। এর পরই অর্থ কেলেঙ্কারিতে জ্যাকুলিনকে অভিযুক্ত করা হয়। কারণ, তার পাওয়া সব উপহার যে অপরাধের অর্থে কেনা সে বিষয়ে সচেতন ছিলেন অভিনেত্রী। এছাড়া জ্যাকুলিনের পরিবারকেও নাকি বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন চন্দ্রশেখর।
চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনকে পরিচয় করিয়ে দেওয়া অভিনেত্রী নোরা ফাতেহি ও পিঙ্কি ইরানিকে গত ১৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ভারতীয় সংবাদমাধ্যমের নতুন খবর, চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কের গভীরতা জানতে এবার নায়িকার স্টাইলিস্ট লিপাক্ষীকেও নাকি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।
গত ১৪ সেপ্টেম্বর জ্যাকুলিনকে টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে মন্দির মার্গ থানায় আসেন জ্যাকুলিন। রাত ৮টার কিছু আগে বের হয়ে যান তিনি। ওইদিন চন্দ্রশেখরের কাছ থেকে অভিনেত্রী যেসব উপহার পেয়েছেন সেগুলোর বিষয়েও তথ্য চাওয়া হয়েছিল।
গত বছরের নভেম্বরে চন্দ্রশেখর ও জ্যাকুলিনের কিছু ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। এরপরই তাদের দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষা। জানা যায়, চন্দ্রশেখরের মাঝেই নাকি আদর্শ পুরুষত্ব খুঁজে পেয়েছিলেন নায়িকা। তাকে নাকি বিয়েও করতে চেয়েছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews