চট্টগ্রামে হাত-পা বাঁধা এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রামে হাত-পা বাঁধা এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
চট্টগ্রামে হাত-পা বাঁধা এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে থানার টাইগারপাস এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সকালে খবর পেয়ে তালা ভেঙে একটি টিনের ঘর থেকে অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটা ওই মরদেহ কিছুটা বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: