চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ১১ জন নিহত, বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ১১ জন নিহত, বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায়  দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন মাইক্রোবাসযাত্রী হত্যায় মামলা হয়। এ মামলার প্রধান আসামি ঘাতক বাস চালক মো. সোহেল তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি বলেন, চলতি বছরের ১ এপ্রিল নিহত ভিকটিম মো. রফিকুল ইসলাম আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীসহ মোট ১১ জন সদস্য নিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশে একটি মাইক্রোবাসে রওয়া করেন। 
পরর্বতীতে গত ২ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার চুনতি এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা রিলাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে  মোঃ রফিকুল ইসলামসহ ১১ জন মারা যান। তখন চালক রিলাক্স পরিবহনের বাসটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।
এই ঘটনায় মোজাম্মেলের শ্যালক  মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে লোহাগাড়া থানায় রিলাক্স পরিবহননামীয় অজ্ঞাতনামা বাস চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

তিনি আরো বলেন,  মামলা দায়েরের পর র‌্যাব-৭  ঘাতক চালককে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. সোহেল তালুকদারকে (২৭) গ্রেপ্তার করা হয়। 

সে চুনতি এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এগারোজন মাইক্রোবাস যাত্রী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে সে এতো দিন ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।