চট্টগ্রামে ব্রিজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজে ঝুলন্ত অবস্থায় ফেরদৌস আলম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেরদৌসের বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায়। তার বাবার নাম আবুল হোসেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, ফেরদৌস মাছ ধরার ট্রলারে চাকরি করতেন। তিনি বিবাহিত এক নারীকে বিয়ে করেছেন। স্ত্রীকে নিয়ে তিনি একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিষয়টি মেনে নেননি তার বাবা-মা। এনিয়ে পারিবারিকভাবে তিনি অশান্তিতে ছিলেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ব্রিজে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।