চট্টগ্রামে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে অবরোধে গাড়ি ভাঙচুর, পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আকিলপুর গ্রামের জকিল আহমদের ছেলে মো. রেজাউল করিম (৩০), মধ্যম বাঁশবাড়িয়া গ্রামের মৃত মোতালেব চৌধুরীর ছেলে নুরুল আবসার চৌধুরী (৫০) এবং পটিয়ার উত্তর দিয়াং কোটরপাড়া গ্রামের মো. এনায়েত আলীর ছেলে মো. নূর আলম (২৫)।

এদের মধ্যে রেজাউলকে শনিবার সন্ধ্যায় বাশঁবাড়িয়া থেকে, বিকেলে নগরীর আকবরশাহ এলাকা থেকে নূরুলকে এবং শুক্রবার রাত ৮টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকা থেকে নূর আলমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গত ১ নভেম্বর বিএনপি জামায়াতের ডাকাত তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পাশাপাশি একটি রডবাহী লরিতে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। এ ঘটনায় দায়ের হওয়া সীতাকুণ্ড থানার মামলায় রেজাউল করিম ও নূরুল আবসার চৌধুরীকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে একই দিন চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলায় নূর আলমকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৭।