চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নালির দুয়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির বসয় আনুমানিক ৪৫ বছর হতে পারে।