চোখের সমস্যা ফিরেছে সাকিবের, যেতে হবে লন্ডনে
প্রথম নিউজ, স্পোর্টস: নির্বাচনী ব্যস্ততার পর বেশ জোরেশোরেই অনুশীলন শুরু করেছিলেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু প্রস্তুতিতে সাকিব ধাক্কাই খেয়েছেন। চোখের রেটিনায় সমস্যার কারণে তাকে লন্ডনে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে।
১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল। সাকিব দলের অনুশীলনেও যোগ দিয়েছিলেন। এর মধ্যে তাকে একদিন চশমা পরেও ব্যাট করতে দেখা যায়। তার এই চোখের সমস্যা বিশ্বকাপের সময় থেকেই।
অতিরিক্ত চাপের কারণে বিশ্বকাপের সময় চোখের রেটিনার সমস্যায় ভোগেন তিনি। এতে বল দেখতে সমস্যা হচ্ছিল তার। সাকিব নিজে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়ে চোখের চিকিৎসাও করিয়েছিলেন সাকিব।
তখন সমস্যা ঠিক হয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আবার ফিরে এসেছে সাকিবের চোখের রেটিনার সমস্যা। বেশ কয়েকদিন ধরেই ব্যাটিং অনুশীলনে বল দেখতে কষ্ট হচ্ছে তার।
এরই মধ্যে ঢাকায় দুজন বিশেষজ্ঞ দেখিয়েছেন সাকিব। চিকিৎসাও চলছে তার। তবে তাতে খুব বেশি আশার আলো নেই। এজন্য দেশের বাইরে যেতে হচ্ছে সাকিবকে।