গুলিস্তানে প্রতিদিন ১৫ কোটি টাকা চাঁদা তোলা হয় : রাজেকুজ্জামান রতন

গুলিস্তানে প্রতিদিন ১৫ কোটি টাকা চাঁদা তোলা হয় : রাজেকুজ্জামান রতন

প্রথম নিউজ, অনলাইন:  বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেছেন, গুলিস্তান এলাকা থেকে দৈনিক গড়ে কমপক্ষে ১৫ কোটি টাকা জোর করে আদায় করা হয়। সেই হিসাবে মাসে ৪৫০ কোটি টাকা এবং বছরে প্রায় ৬০০০ কোটি টাকার মতো। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশে কালো টাকার একটা সমান্তরাল অর্থনীতি আছে।
আমাদের যে মূল অর্থনীতি, সেখানে আমরা ট্যাক্স দিই, ভ্যাট দিই, এটা থেকে সরকার টাকা আয় করে। পাশাপাশি আরেকটা বিরাট অংশের টাকা মানুষকে ব্যয় করতে হয়— সেটাকে আমরা কালো টাকা বলি, ঘুষ বলি, জোর করে চাঁদা আদায় বলি। বাংলাদেশে প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা জোরপূর্বক আদায়ের একটা বাণিজ্য আছে। এই টাকার ভাগ কে পায়? এই টাকাটা কারা ব্যবহার করে? এই টাকা কোথায় যায়? 

রাজেকুজ্জামান বলেন, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে।
ফলে এটা ক্ষমতার সঙ্গে, দুর্নীতির একটা সম্পর্ক থাকে। কারণ দুর্নীতি যারা করতে চায়, তাদের পেছনে একটা ক্ষমতা ব্যাকিং লাগে। দুর্বল মানুষ দুর্নীতি করতে পারে না। দুর্বল মানুষ অসহায়।
ফলে সব সময় দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক থাকে। যারা দুর্নীতি করে তারা সব সময় ক্ষমতাটা খুঁজতে থাকে। কার হাতে এখন ক্ষমতা, কে এখন ক্ষমতার আশপাশে আছে, কাকে ধরলে আমি দুর্নীতি করেও নিরাপদ থাকতে পারব। ফলে ক্ষমতার আশপাশে যারা আছে, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যাদের আছে, প্রশাসনিক ক্ষমতা যার কাছে আছে অথবা পুলিশি ক্ষমতা যার কাছে আছে, দুর্নীতিবাজরা তাদের চারপাশে ঘুরঘুর করতে থাকে।

তিনি আরো বলেন, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, সে যে-ই হোক তাকে ধরা হবে, সে মাটির নিচে থাকলেও আমরা তাকে তুলে নিয়ে আসব অথবা কেউ রেহাই পাবে না; এ রকম অনেক কথা আমরা শুনতে থাকি।
কিন্তু বাস্তবে ঘটনাগুলো ঘটতে থাকে। কারণ এর সঙ্গে যুক্ত আছে কালো টাকার সমান্তরাল অর্থনীতি। ওই জায়গাটায় ধাক্কা না দিলে আমরা এখান থেকে মানুষকে মুক্ত করতে পারব না। তার জন্য দুটি জিনিস লাগবে। প্রশাসনের নিরপেক্ষতা এবং জনগণের সচেতনতা।