গোপন কক্ষে ২ জন
গোপন কক্ষে দুই জন থাকার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘সরাসরি দেখি। ভালো করে দেখে ব্যবস্থা নেবো।’
প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। ভোট শুরুর পর ৫ নম্বর ওয়ার্ডের রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, গোপন কক্ষে দুই জন রয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গোপন কক্ষে শুধু ভোটার থাকবেন। কিন্তু ওই কেন্দ্রে তা মানা হয়নি।
সরেজমিন দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের জটলা। সবার গলাতেই নৌকা প্রতীকের ব্যাজ। সাংবাদিক দেখতেই ব্যাজধারী কিছু লোক কেন্দ্রের দিকে ঢুকে যায়। তারপর আবারও সারিবদ্ধভাবে ভোট দিতে দাঁড়ায়। জানা গেছে, রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বুথ। দুই বুথই পুরুষদের জন্য নির্ধারিত। মোট ভোটার চার হাজার ৩১২ জন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ওই কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি।
কেন্দ্রে আসা নৌকার ব্যাজধারী সিদ্দিক মাহাজন জানান, তারা বয়স্ক ও না বোঝা লোকদের সাহায্য করছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান জানান, কেন্দ্রে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর ভোটগ্রহণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। গোপন কক্ষে দুই জন থাকার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘সরাসরি দেখি। ভালো করে দেখে ব্যবস্থা নেবো।’
এ বিষয়ে জানতে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ হয়নি। নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews