গাছতলা থেকে আমি জনগণের সঙ্গে রয়েছি: তৈমুর
সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গণসংযোগকালে এ মন্তব্য করেন।
প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: গাছতলা থেকে আমি জনগণের সঙ্গে রয়েছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গণসংযোগকালে এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রস্তাব আমিই দিয়েছি। পরে নির্বাচন হল, আমাকে দল থেকে সরিয়ে দেয়া হল। এরপর নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার পরেও আমি করিনি।’
তিনি বলেন, ‘আমি রিকশা ইউনিয়ন ও ঠেলাগাড়ি ইউনিয়ন করেছি। খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে আমি আমার জীবন কাটিয়েছি। তৈমুর আলম বলেন, ‘এবার বিএনপির হস্তক্ষেপ নেই, এবার জনগণের ম্যান্ডেট। আমি যদি বসে যাই জনগণের বিচার কবরে গিয়ে হলেও করবে। জনগণের সঙ্গে বেঈমানি করার কোনো সুযোগ নাই।’
তিনি বলেন, ‘আপনাদের বুঝতে হবে আমি কোথায় আছি, কী পর্যায়ে কাজ করছি। এখানে বিএনপির সবাই আছেন। আমাদের দলের নেতাকর্মীরা নির্যাতিত। তারা জনগণকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হবে। নারায়ণগঞ্জে এবার গণবিপ্লব হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: