খেলোয়াড়দের দেওয়া হলো শৌচাগারে রাখা খাবার, ভিডিও ভাইরাল
শৌচাগারের মেঝেতে রেখে খাবার পরিবেশন করা হলো খেলোয়াড়দের
প্রথম নিউজ, ডেস্ক : শৌচাগারের মেঝেতে রেখে খাবার পরিবেশন করা হলো খেলোয়াড়দের।
এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তোলাপাড় ক্রীড়াজগত।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের শাহারানপুর স্টেডিয়ামের। রাজ্যের প্রায় ২০০ জন কাবাডি খেলোয়াড়কে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়।
ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের শৌচাগারের ভেতরে একটি দরজার সামনে বড় থালায় রাখা ভাত। সেই থালা থেকে ভাত নিয়ে খাচ্ছেন খেলোয়াড়রা। আরও ভেতরে দেখা যায়, একটি কাগজের ওপর রাখা বেঁচে যাওয়া পুরি রয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, উত্তর প্রদেশের শাহারানপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনের প্রাদেশিক অনূর্ধ্ব-১৭ নারী কাবাডি টুর্নামেন্ট। যেখানে অংশ নিয়েছেন প্রায় ২০০ কাবাডি খেলোয়াড়। সেখানেই এভাবেই খাবার পরিবেশন করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews