খোলামেলা পোশাকের জন্য সমালোচনায় পলক তিওয়ারি
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডে পা রেখেছেন সবেমাত্র। এখনও পর্যন্ত মুক্তি পায়নি তার প্রথম ছবি। তার আগেই চর্চার তুঙ্গে নবাগতা পলক তিওয়ারি। পেশার থেকে নিজের পোশাকের জন্যই বেশি চর্চায় থাকেন পলক। এ বারও তার ব্যতিক্রম হল না। বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নিজের খোলামেলা পোশাকের জন্য ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী। ঈদের বাকি আর দিন কয়েক। সম্প্রতি মায়ানগরীতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন বাবা সিদ্দিকি। সেখানে চাঁদের হাট বসিয়েছিলেন বলিউডের তারকারা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পলক তিওয়ারিও।