খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে নারী আইনজীবীরা এ সমাবেশ করছেন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর মৎস্য ভবনের বার কাউন্সিলের সামনে নারী আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বার কাউন্সিলের সামনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে নারী আইনজীবীরা এ সমাবেশ করছেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের আজ কোর্টে থাকার কথা ছিল। কিন্তু তা না করে আমরা নারী আইনজীবীরা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বার কাউন্সিলের সামনে সমাবেশ করছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বর হলেও দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন, দেশে আর তার চিকিৎসা সম্ভব না। এরপরেও তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার যদি কিছু হয়, এজন্য অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী থাকবেন।