খালেদা জিয়ার নাইকো মামলার চার্জ শুনানি ২৯ সেপ্টেম্বর

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

খালেদা জিয়ার নাইকো মামলার চার্জ শুনানি ২৯ সেপ্টেম্বর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো  মামলায় চার্জ শুনানির তারিখ আগামী ২৯ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতেই বেগম খালেদা জিয়ার পক্ষে এদিন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার চার্জ শুনানি করেন। বেগম খালেদা জিয়ার পক্ষে সাবেক অ‌্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী চার্জশুনানি করবেন বলেও জানান মাসুদ আহম্মেদ তালুকদার। কিন্তু এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। এজন্য মাসুদ আহম্মেদ তালুকদার সময় আবেদন করেন।

এদিকে, দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল চার্জ শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২৯ সেপ্টেম্বর চার্জ শুনানির তারিখ ধার্য করেন।  

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে বেগম খালেদা  জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এ মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom