কয়েক দিন পরই নির্বাচন, প্রচারণায় নেই ইমরান খানের দল
প্রথম নিউজ, ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন দলের প্রচারণা। তবে এবারের নির্বাচনে তেমন প্রভাব নেই ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের। নির্বাচনে অংশ নিতে পারছেন না কারাবন্দি ইমরান খানও।
নির্বাচনের তপসিল ঘোষণার আগে থেকেই পিটিআই নেতাদের ওপর দমনপীড়ন শুরু হয়। গ্রেফতার করা হয় দলটির শীর্ষ নেতাদের। তাছাড়া ভয়ভীতি দেখিয়ে দলটি ছাড়তে বাধ্য করা হয় অনেককে।
এমনকি তেহরিক-ই-ইনসাফের আইকনিক ব্যাট প্রতীকও বাতিল করা হয়েছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে কার্যত কোনঠাসা ইমরানের দল।
ফলে নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে না ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দলকে। নেই ইমরানের ছবিযুক্ত পোস্টার কিংবা ব্যানার।
নওয়াজ শরিফ চতুর্থবারের মতো পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি।
বিলওয়াল বলেন, নওয়াজ এমন একটা ধারণা দিচ্ছেন মনে হচ্ছে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের জনগণ ছাড়া অন্য কিছুর ওপর নির্ভর করছেন।