বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজ থেকে মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির নিকট বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। এরপর কোতোয়ালি থানার পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মরদেহ উদ্ধার করে।
ঘটনার নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছরের মতো হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য জানা যাবে। মরহেদটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।