কাশ্মিরে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত আরও ২৫
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
কাশ্মিরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews