কাশ্মীরে জি২ সামিট বর্জন চীন ও পাকিস্তানের

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আজ সোমবার জি২০ গ্রুপের পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সামিট।

কাশ্মীরে জি২ সামিট বর্জন চীন ও পাকিস্তানের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আজ সোমবার জি২০ গ্রুপের পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সামিট। তবে কূটনৈতিকভাবে এই সামিট থেকে দূরে রয়েছে চীন, পাকিস্তান। শুধু তারাই নয় আরও কয়েকটি দেশ একই পন্থা অবলম্বন করেছে। এর মধ্যে আছে তুরস্ক, সৌদি আরব ও মিশর। তারা ইঙ্গিত দিয়েছে এই সম্মেলনে যোগ দেবে না। এ জন্য তারা রেজিস্ট্রেশন করেনি। অনলাইন জিও টিভির খবরে এ কথা বলা হয়েছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জম্মু কাশ্মীর দখল করেছে বলে এর প্রতিবাদে এসব দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বলা হয়েছে। শুক্রবার চীন জানিয়ে দিয়েছে, সোমবার শুরু হওয়া এই সামিটের অংশ হবে না তারা। দখলীকৃত ভূখণ্ডে কোনো রকম কনফারেন্স সমর্থন করে না চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, বিরোধপূর্ণ ভূখণ্ডে জি২০ এর যেকোনো রকম মিটিং করার কঠোর বিরোধী চীন। এমন মিটিংয়ে আমরা অংশ নেবো না। 

ওদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বিরোধিতার সঙ্গে অব্যাহতভাবে সহমত জানিয়ে আসছে তুরস্ক। তারা বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলেছে। ভারত দখলীকৃত জম্মু-কাশ্মীরে সব রাজনৈতিক দল এবং সেখানকার স্বাধীনতা আন্দোলনকারী গ্রুপগুলো পুরোপুরি ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখার উভয় পাশের কাশ্মীরিরা ২২শে মে শাটডাউন পালন করবেন। জাতিসংঘ ঘোষিত বিরোধপূর্ণ জম্মু-কাশ্মীরে জি২০-এর নির্ধারিত মিটিংয়ের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে ভারতবিরোধী প্রতিবাদ ও র‌্যালি হওয়ার কথা। এসব বিক্ষোভ এবং প্রতিবাদ অল পার্টিস হুরিয়াত কনফারেন্স এবং আজাদ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্বের দেয়া কর্মসূচির সঙ্গে আহ্বান করা হয়।

ওদিকে ভারতের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে তিন দিনের সফরে রোববার মুজাফফরাবাদ পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি মিডিয়ার সঙ্গে বক্তব্যকালে বলেছেন, একটি কনফারেন্সের মাধ্যমে কাশ্মীরিদের কণ্ঠকে দমিয়ে রাখতে পারবে না ভারত। জাতিসংঘের রেজ্যুলুশন লঙ্ঘন করে বিশ্বে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে না ভারতের জন্য। ভারত যখন দখলীকৃত কাশ্মীরে জি-২০ সামিট  করছে, তখন আজাদ-জম্মু কাশ্মীরের পার্লামেন্টে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিলাওয়ালকে। তিনি বলেছেন, বিশ্বের কাছে আমরা ভারতের আসল চেহারা প্রকাশ করে দিচ্ছি। কাশ্মীরি ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি।