কর্মকর্তার নাম বলে কর্মচারীদের ফোন, টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা

 কর্মকর্তার নাম বলে কর্মচারীদের ফোন, টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা

প্রথম নিউজ, ঢাকা : খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের কর্মকর্তার নাম উল্লেখ করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের খাদ্য বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীর কাছে ফোন করে কিছু প্রতারক টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। 

খাদ্য বিভাগ থেকে সম্প্রতি এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, প্রশাসন বিভাগের কতিপয় কর্মকর্তার নাম উল্লেখ বা ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের খাদ্য বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীর কাছে ফোন করে কিছু প্রতারক টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছে।’ 

প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট থানায় অবহিত করে এ দপ্তরকে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হলো, বলেও এতে উল্লেখ করা হয়।