করোনায় আক্রান্ত হয়েছেন স্পিকার
এ তথ্য জানান সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
প্রথম নিউজ, ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) এ তথ্য জানান সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
তিনি বলেন, সংসদ ভবনে শেখ রাসেল দিবস-২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকারের সশরীরে উপস্থিত হওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।
এদিকে আজ সংসদ ভবনের এলডি হলে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু মেলা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল। করোনায় আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। এসময় স্পিকার বিজয়ী শিশুদের মধ্যে ভার্চুয়ালি পুরস্কার বিতরণ করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews