কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার কেরানীগঞ্জে একটি ওয়ান টাইম প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ও মোহাম্মদপুরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে একটি ওয়ান টাইম প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ও মোহাম্মদপুরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। শুক্রবার রাত ৮টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়ার দেল্লা গ্রাম চেয়ারম্যানের বাড়ির পাশের ওই প্লাস্টিক গ্লাস কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কারখানার মালিকের নাম শামীম আহমেদ।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম জানান, আগুন লাগার সার্বিক নিরাপত্তা দিতে তিনিসহ ২১ জন পুলিশ সদস্যকে ঘটনার স্থানে মোতায়েন করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি।
অন্যদিকে কারখানার মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সূত্র : ইউএনবি
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: