কারাগারে ধর্ষণের দায়ে কঙ্গোয় ১০ জনের কারাদণ্ড
কঙ্গোর লুবুম্বাসি এলাকার কাসাপা কারাগারে তিন দিনের বিদ্রোহের মধ্যে ৫৬ নারী বন্দি ধর্ষণের শিকার হয়
প্রথম নিউজ, ডেস্ক : ২০২০ সালে দাঙ্গায় ধর্ষণের শিকার হয় নারী বন্দিরা২০২০ সালে দাঙ্গায় ধর্ষণের শিকার হয় নারী বন্দিরা
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোয় কারাগারে নারী বন্দিদের ধর্ষণের দায়ে দশ জনকে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে কঙ্গোর লুবুম্বাসি এলাকার কাসাপা কারাগারে তিন দিনের বিদ্রোহের মধ্যে ৫৬ নারী বন্দি ধর্ষণের শিকার হয়। নিপীড়নের পর এদের তিন জন এইচআইভি সংক্রমিত হন আর ১৬ জন গর্ভবতী হন বলে জানিয়েছেন আইনজীবীরা।
নিরাপত্তা কর্মকর্তা পিটার নাতাঙ্গালো বলেন, ‘আদালত ৩০ জনের বেশি নারী বন্দিকে ধর্ষণের দায়ে ১০ বন্দিকে দোষী সাব্যস্ত করেছে। ২০২০ সালের সেপ্টেম্বরে কারাগারে দাঙ্গার সময় তারা নারীদের সেকশনে প্রবেশ করে তাদের ধর্ষণ করে।’
প্রসিকিউটররা অভিযুক্তদের ২০ বছর করে কারাদণ্ডের আবেদন করে। তবে আদালতের রায়ে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ধর্ষণের শিকার প্রত্যেক নারীকে পাঁচ হাজার মার্কিন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এক নারীর আইনজীবী মেলানি মুম্বা বলেন, ‘মক্কেলের জন্য দীর্ঘ লড়াইয়ের পর এই রায় পেয়ে আমরা খুশি।’ আসামি পক্ষের আইনজীবী নোয়েলা বাসিজি বলেন, ‘কঙ্গো রাষ্ট্রের বিচার হওয়া উচিত-কারাগারে বাজে অবস্থার জন্য তারাই দায়ী।’ তিনি বলেন, ‘নারীরা তিন দিন ধরে ধর্ষণের শিকার হয়েছে আর কেউ এগিয়ে আসেনি। যদিও কারাগারের কাছে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: