কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী
আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। এ উপলক্ষে দেশজুড়ে বসছে কোরবানির পশুর হাট

প্রথম নিউজ, ডেস্ক : আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। এ উপলক্ষে দেশজুড়ে বসছে কোরবানির পশুর হাট। হাটে ক্রেতাদের আকৃষ্ট করতে বড় আকারের গরুগুলোকে নানান নামে ডাকা হচ্ছে। ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’সহ আরও নানান নাম দেওয়া হচ্ছে গরুর। এমনকি সিনেমার নায়ক ‘হিরো আলম’ এবং ‘জায়েদ খান’ নামেও গরুর নামকরণ করা হয়েছে।
তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’
তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews