ক্যাপাসিটি চার্জের নামে ৭০ হাজার কোটি টাকা ব্যয় করেছে সরকার
পুরো বিদ্যুৎ ব্যবস্থা একটা ঠুনকো অবস্থার উপরে দাঁড়িয়ে আছে
প্রথম নিউজ, ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, কুইকরেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে সরকার ১২ বছরে ৭০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। যারা আওয়ামী লীগ সরকারের ছায়াতলে থাকে তাদেরকে সুবিধা দেয়ার জন্য সরকার রেন্টাল-কুইকরেন্টাল পদ্ধতিতে গেল। এগুলো সাধারণত যুদ্ধের সময় জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য করা হয়। বলা হলো চার বছর পর আর এসব কেন্দ্র লাগবে না। কিন্তু দফায় দফায় নবায়ন করে মেয়াদ ২০২৩ সন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বিকালে রাজধানীর শাহবাগে গণসংহতি আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, যখন চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আবার নবায়ন করার চেষ্টা হচ্ছে। নবায়নের নতুন ফরমুলা তারা আবিষ্কার করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, পুরো বিদ্যুৎ ব্যবস্থা একটা ঠুনকো অবস্থার উপরে দাঁড়িয়ে আছে। বিশ্বে একটা চাপ সৃষ্টি হওয়ার সঙ্গেই পুরো বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কেবল বিদ্যুৎ ব্যবস্থাপনাই নয়, এখন সরকার আমদানিনির্ভর হয়েছে তো আমদানি করতে পারে না কেন? আমাদের নাকি এত রিজার্ভ। আসলে ভেতর থেকে সব ফাঁপা করে ফেলেছে। প্রকল্পের নামে লুটপাট করে দেশ থেকে টাকা পাচার করেছে। যার পরিণতি আজকে আমাদের আমদানি ব্যয় মেটানোর মতো প্রয়োজনীয় অর্থ নেই। ভবিষ্যতে এই অবস্থা আরও খারাপ হতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews