কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
আজ রোববার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লার হোমনায় স্কুলছাত্র আশিকুর রহমান হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার (৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পিপি রফিকুল জানান, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালে অষ্টম শ্রেণির ছাত্র আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় আশিকুরের বাবা হারুন ভূঁইয়া বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা করেন।
এ মামলায় দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া আসামি আকিমুল হক মধু ও আবদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলা থেকে খালাস দেওয়া হয় মো. সোহেলকে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সোহেল, আকিমুল, আবদুর রহমান এবং খালাসপ্রাপ্ত সোহেল আদালতে উপস্থিত ছিলেন। তবে দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক। রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত আশিকের বাবা হারুন ভূঁইয়া বলেন, কুমিল্লার আদালত যে রায় দিয়েছেন তা যেন দ্রুত কার্যকর করা হয়। তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।