কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন

কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

প্রথম নিউজ, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।  চালক পালিয়ে গেছেন। 

বিকালে এ খবর পাঠানোর সময় মামলার প্রস্তুতি চলছিল।

নিহতরা হলেন- উপজেলার লক্ষ্মীকুল গ্রামের মৃত নাগর প্রামানিকের ছেলে লোকমান আলী (৭৪) ও তার ছেলে স্থানীয় আদমিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক জাহিদুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, জাহিদুর রহমান সকালে তার বাবা লোকমান আলীকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। তারা ইন্দইল সেতুর পশ্চিম পাশে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে লোকমান আলী মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ছেলে জাহিদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কে হাতির চাঁদাবাজি এড়াতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

তবে ওসি রেজাউল করিম রেজা অভিযোগটি অস্বীকার করেছেন।  তিনি জানান, অভিযোগটি সত্য নয়। দুর্ঘটনাস্থলের ভিডিও তার কাছে রয়েছে। দুর্ঘটনা কবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।