কোভিড-১৯ টিকা দেয়ার পরেই হার্টের প্রদাহ, বাংলাদেশি যুবকের মৃত্যু সিঙ্গাপুর
কোভিড-১৯ টিকা দেয়ার ২১ দিন পর ২৮ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তির মৃত্যু হলো
প্রথম নিউজ, ডেস্ক : কোভিড-১৯ টিকা দেয়ার ২১ দিন পর ২৮ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তির মৃত্যু হলো। যাকে সিঙ্গাপুরের স্টেট করোনার ‘ মেডিক্যাল মিসঅ্যাডভেঞ্চার’ বলে উল্লেখ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের (MOH) একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মায়োকার্ডাইটিস। স্টেট করোনার জানিয়েছে যে এটি সিঙ্গাপুরে টিকা দেয়ার সাথে সম্পর্কিত প্রথম মৃত্যু। ওই ব্যক্তি ২০২১ এর ১৮ জুন তার Moderna/ Spikevax Covid-19 ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছিলেন। তিনি ৯ জুলাই, ২০২১-এ তার কর্মস্থলে মারা যান। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, ভ্যাকসিন ইনজুরি আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে মৃত ব্যক্তির পরিবারকে ২ লক্ষ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার দেয়া হবে। MOH তার পরিবারকে সহায়তা প্রসারিত করতে জনশক্তি মন্ত্রকের সাথে কাজ করছে। এমওএইচ আরও উল্লেখ করেছে যে, কোভিড -১৯ টিকার ১৭ মিলিয়নেরও বেশি ডোজ সিঙ্গাপুরে জাতীয় টিকাকরণ কর্মসূচির মাধ্যমে পরিচালিত হয়েছে। তবে এটি স্থানীয়ভাবে কোভিড -১৯ টিকার সাথে সম্পর্কিত প্রথম মৃত্যু।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: