কোভিড: রাশিয়ায় রেকর্ড সনাক্ত ও মৃত্যু, মস্কোতে কঠোর বিধিনিষেধ
পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ায় একদিনে সর্বোচ্চ কোভিড সনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। নতুন করে মহামারিতে বিপর্যয়কর অবস্থায় পড়েছে দেশটি। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানী মস্কোর সকল ব্যবসা। শুধুমাত্র অতি প্রয়োজনীয় দোকানগুলো খোলার অনুমতি রয়েছে। আগামি ১১ দিন এই কড়াকড়ি জারি থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
আল-জাজিরার খবরে জানানো হয়েছে, কোভিডে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে রাশিয়া। দেশটি সবার আগেই কোভিড ভ্যাকসিন আবিষ্কার করলেও জনগণের মধ্যে তা নেয়ার আগ্রহ তুলনামূলক কম। আর এ কারণেই নতুন করে আঘাত হানছে কোভিড। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে কোভিডের সংক্রমণ বেড়েই চলছিল। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪০ হাজারেরও বেশি মানুষের কোভিড সনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৫৯ জন। দুটি ক্ষেত্রেই দেশটির ইতিহাসে এটি সর্বোচ্চ। এরমধ্যে রাজধানী মস্কোর অবস্থা সবথেকে ভয়াবহ। তাই বৃহস্পতিবার থেকে আগামি ৭ই নভেম্বর পর্যন্ত শহরটিতে কঠিন বিধিনিষেধ জারি থাকবে। এর আওতায় পড়বে রেস্টুরেন্ট, বিনোদন, ক্রিড়া, স্কুল ও কিন্ডারগার্টেনগুলো। তবে অনলাইন খাবার, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা থাকবে।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার প্রথম থেকেই নিজ দেশে আবিষ্কৃত ভ্যাকসিন স্পুটনিক ভি নিয়ে আশাবাদী ছিলেন। বিশ্বের বহুদেশে এখন রুশ ভ্যাকসিন দেয়া হচ্ছে। কিন্তু রাশিয়ার নাগরিকরাই এখনো ভ্যাকসিন গ্রহণে পিছিয়ে আছে। দেশটির মাত্র ৩২ শতাংশ নাগরিক পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ করেছেন। এখন পর্যন্ত রাশিয়ায় ৮৪ লাখ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৩৫ হাজার জন। যদিও সম্প্রতি স্বাধীন একটি সংস্থা থেকে দাবি করা হয়েছে, সরকার মৃতের সংখ্যা কমিয়ে প্রকাশ করছে। জরিপ সংস্থা রোসস্ট্যাট সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানিয়েছে, দেশটিতে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিডে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: