কাবুলে তালেবানের প্রশিক্ষণে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণের সময় একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণের সময় একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খোরাজমি বলেন, প্রশিক্ষণে অংশ নেওয়া আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর ওই কপ্টারটি বিধ্বস্ত হয়।
ওই দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এক বছরের বেশি সময় আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সে সময় কাবুল ছাড়ার সময় বেশ কিছু বিমানসহ সামরিক সরঞ্জাম ফেলে যায় মার্কিন সেনারা।
তবে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় বেশ কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করে গেছে। তবে কি পরিমাণ সরঞ্জাম ভালো ছিল সে বিষয়টি পরিষ্কার নয়।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সে বছর ৩১ আগস্ট আফগানিস্তানের মাটি ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সদস্যরা। দেশ শাসনের এক বছরেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews