কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেনের প্রিমিয়ার লিগজয়ী ফুটবলার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে

 কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেনের প্রিমিয়ার লিগজয়ী ফুটবলার
কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেনের প্রিমিয়ার লিগজয়ী ফুটবলার-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পূর্ব ইউরোপের দেশটিতে মানবিক বিপর্যয় এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচের আগে ইউক্রেনের প্রিমিয়ার লিগজয়ী ফুটবলার ওলেক্সান্দার জিনশেঙ্কো দেশটির বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ডিফেন্ডার জিনশেঙ্কো। সেখানে ‘অর্থহীন’ এই যুদ্ধের সমাপ্তি চেয়েছেন তিনি, ‘ইউক্রেনিয়ানরা এখন একটাই জিনিস চায়, যুদ্ধ বন্ধ হোক। আমি বিশ্বের অনেক দেশের অসংখ্য মানুষের সঙ্গে বলেছি, কিছু ইউক্রেনিয়ান শিশুর সঙ্গেও কথা বলেছি, ইউক্রেনে কী হচ্ছে তারা কেউই বুঝতে পারছে না। তাদের একটাই স্বপ্ন, তারা সবাই চায়, যুদ্ধ বন্ধ হোক।’

স্বাধীনতার পর ইউক্রেন একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল। ২০০৬ জার্মানি বিশ্বকাপে অভিষেকেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইউক্রেন। জিনশেঙ্কো আবারও ইউক্রেনকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় নিয়ে যেতে চান, ‘বিশ্বকাপ খেলাটা আমাদের ইউক্রেন দলের স্বপ্ন। আমরা এই সময়ে দেশবাসীকে আনন্দ দিতে চাই, কারণ এখন তাদের সেটা খুব দরকার।’

ইউক্রেন আক্রমণের পর রাশিয়া র বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো প্রথম দেশগুলোর একটি স্কটল্যান্ড। ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফের ম্যাচটিও ইউক্রেনের সুবিধামতো খেলতে রাজি হয়ে গিয়েছিল তারা। সেজন্য ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কটিশদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জিনশেঙ্কো। বৃহস্পতিবার (২ জুন) রাতে স্কটল্যান্ডের বিপক্ষে প্লে-অফ সেমিফাইনালে খেলবে ইউক্রেন। এই ম্যাচে জয়ী গোল এরপর প্লে-অফ ফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom