কোটাবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল
প্রথম নিউজ, ঢাকা : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলন করা উচিত না।
সোমবার (৮ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।