কক্সবাজারে চারটি বন্দুকসহ স্বামী-স্ত্রী আটক

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের ৬নং ঘাট থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজারে চারটি বন্দুকসহ স্বামী-স্ত্রী আটক

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারে চারটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের ৬নং ঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)। কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মহেশখালী থেকে আসার পথে কক্সবাজার শহরের ৬নং ঘাটের পল্টুন থেকে এই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো একটি স্কুল ব্যাগ তল্লাশি করে চারটি দেশীয় বিভিন্ন আকারের এলজি বন্দুক উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, এই দম্পতি মহেশখালী থেকে অস্ত্র ক্রয় করে আসার গোপন খবর পাই। সে মোতাবেক গোয়েন্দা পুলিশের দল ওঁৎপেতে থেকে অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।