ওরা কি বিশ্বকাপ জিতে গেছে:নেইমার
১০ মাসের ব্যবধানে দ্বিতীয় শিরোপা জয়ে বাঁধভাঙা উল্লাস করে আর্জেন্টিনা
প্রথম নিউজ, ডেস্ক : কোপা আমেরিকার পর ফিনালিসিমা জয়। ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় শিরোপা জয়ে বাঁধভাঙা উল্লাস করে আর্জেন্টিনা। ড্রেসিংরুমে নেচে-গেয়ে জয় উদ্যাপনে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও টিপ্পনি কেটেছেন মেসি-ডি মারিয়ারা। আলবেসেলিস্তেদের খোঁচা সহ্য হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান স্টারের প্রশ্ন, তারা কি বিশ্বকাপ জিতে নিয়েছে? ওয়েম্বলি স্টেডিয়ামে ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ট্রফি নিয়ে ড্রেসিংরুমে উদ্যাপনের সময় ব্রাজিলকে খোঁচা মেরে গান গেয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ইংলিশ দৈনিক মিররের এক প্রতিবেদনে আলবেসেলিস্তেদের গানের কথাগুলো তুলে ধরা হয়, ‘কী হলো ব্রাজিল? তোমরা কি এখনো অপেক্ষা করছো? ফাভেলাসে (ব্রাজিলের একটি ছোট শহর) সবাই তারা কাঁদছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’
‘মেসির মুকুট রয়েছে। তার বাঁ পায়ের জাদু তোমাদের মুগ্ধ করে। ম্যারাডোনাকে মনে পড়ে? আমরা জানি, এটা তোমাদের কষ্ট দেয়। এই কাপ (ফিনালিসিমা ট্রফি) কিন্তু আর্জেন্টিনার।’ ইনস্টাগ্রামে ‘ফুটবল ইজ আর্ট’ নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টিনার সেই গান গেয়ে উদ্যাপনের ভিডিও। সেখানে মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’
একই ক্লাবে খেলেন মেসি-নেইমার। লিয়ান্দ্রো পারেদেসও পিএসজিতে তাদের সতীর্থ। সদ্য প্যারিসের ক্লাবটিকে বিদায় জানিয়েছেন আরেক আর্জেন্টাইন ডি মারিয়া। একই ক্লাবে খেলার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও জাতীয় দলের দ্বৈরথে তো আর ছাড় দেয়া যায় না! আর্জেন্টিনার শিরোপা জয়ের পর অবশ্য জয় পেয়েছে ব্রাজিলও। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews