এবারের অপু-জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’

এবারের ঈদে বেশকিছু ছবি মুক্তি পেতে চলেছে। এই তালিকায় যুক্ত হয়েছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী জুটির সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’।

এবারের অপু-জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’
এবারের অপু-জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : এবারের ঈদে বেশকিছু ছবি মুক্তি পেতে চলেছে। এই তালিকায় যুক্ত হয়েছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী জুটির সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। বিষয়টি জানালেন অপু-জয় দু’জনই। অপু বিশ্বাস বলেন, ঈদের সিনেমায় থাকতে পারার একটা আলাদা আনন্দ রয়েছে। ‘প্রেম প্রীতির বন্ধন’-এর ক্ষেত্রেও তাই হচ্ছে। এখানে আমার নায়ক জয়। সুন্দর একটি গল্প ফুটিয়ে তোলা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। এদিকে ছবিটি নিয়ে নায়ক জয় চৌধুরী বলেন, গেল সপ্তাহেই ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এরই মধ্যে ঈদে ছবিটি মুক্তির সব ধরনের তোড়জোড় চলছে।

দুই ডজনের মতো হলও বুকিং দেয়া হয়েছে। ‘প্রেম প্রীতির বন্ধন’ একটি বাণিজ্যিক চলচ্চিত্র। সবকিছুই রয়েছে এই ছবিতে। জয় ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ছবির শুটিং হয়েছে ৬৫ দিনের মতো। অনেক বড় আয়োজনে সেট ফেলে শুটিং হয়েছে। ছবির গানগুলোতেও ভিন্নতার ছোঁয়া মিলবে। আমার বিশ্বাস অপু বিশ্বাস ও আমার জুটি এ ছবির মাধ্যমে দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করবে।