এক লটারিতে ২১৬,৮৮৭,৪৯৬,০০০ টাকা!
এডউইন কাস্ত্রো নামের এই ব্যক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ পাওয়ারবল জ্যাকপট জিতলেন।
প্রথম নিউজ, ডেস্ক: লটারিতে এক-দুই কোটি টাকা জেতা মানেই জীবন বদলে যাওয়া। সেখানে যদি কেউ ২১৬,৮৮৭,৪৯৬,০০০ টাকা (২.০৪ বিলিয়ন মার্কিন ডলার) জেতেন? টাকার অঙ্কটা অকল্পনীয় মনে হতেই পারে। বরং সেটাই স্বাভাবিক। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিপুল পরিমাণ টাকাই জিতলেন এক ব্যক্তি। এডউইন কাস্ত্রো নামের এই ব্যক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ পাওয়ারবল জ্যাকপট জিতলেন। ক্যালিফোর্নিয়া লটারির ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।
তবে এই লটারিতে জেতার বিষয়টি বিরলের থেকেও বিরলতম বলতে পারেন। কেন? কারণ লটারি অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানই বলছে, ২৯.২২ কোটি ব্যক্তির মধ্যে, মাত্র একজনের এই পাওয়ারবল জ্যাকপট জেতার সুযোগ ছিল। আর এডউইন কাস্ত্রোই সেই অতি-ভাগ্যবান বিজয়ী। অতি ভাগব্যান বললেও যেন কম মনে হয়।
নভেম্বরের শুরুর দিকে, এডউইন ক্যালিফোর্নিয়ার আলটাডেনায় এই লটারির টিকিট কিনেছিলেন। আর এই কয়েক মাসের মধ্যেই বদলে গিয়েছে তার জীবন। জয়ী ব্যক্তি হিসেবে যদিও তিনি সংবাদ সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছেন। তবে তিনি লটারি সংস্থার মুখপাত্রের মারফত একটি বিবৃতি দিয়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস