এক মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে সাড়ে আট হাজার কোটি টাকা
চার থেকে পাঁচটি ইসলামী ব্যাংকের নাজুক অবস্থার কারণে সামগ্রিকভাবে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ইমেজ সংকটে ভুগছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংকগুলোর আমানত ক্রমাগত কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত ডিসেম্বরের তুলনায় ইসলামী ব্যাংক ও প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখায় মোট আমানত ৮ হাজার ৪৯৫ কোটি টাকা কমে গত জানুয়ারিতে ৪ লাখ ১৩ হাজার ৯৬৯ কোটি টাকা হয়।
দেশের ১০টি ইসলামী ব্যাংকের আমানত সবচেয়ে বেশি কমেছে। গত জানুয়ারিতে এসব ব্যাংকের আমানত কমেছে ৮ হাজার ৮৩২ কোটি টাকা। তবে একই সময়ে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখায় আমানত বেড়েছে ২ হাজার ১৫৩ কোটি টাকা। আমানত কমে যাওয়া ও তারল্য সংকট থাকা সত্ত্বেও গত জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলো ঋণ দিয়েছে ৪ হাজার ৮৬৯ কোটি টাকা।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চার থেকে পাঁচটি ইসলামী ব্যাংকের নাজুক অবস্থার কারণে সামগ্রিকভাবে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ইমেজ সংকটে ভুগছে। দেশে মাত্র দুই-তিন বছর আগেও ইসলামী ব্যাংকগুলো বিপুল পরিমাণ তারল্য নিয়ে বসেছিল। আইসিবি ইসলামিক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, তারল্য সংকটের কারণে আমাদের ব্যাংক কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সম্প্রতি বলেছেন, ব্যাংকিং খাতের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা এখন এই ইসলামি ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে।