‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না’
গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে নির্বাচন কমিশন অভিমুখী গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, অনলাইন: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কখনোই হবে না। তাই সরকারকে বলবো পদত্যাগ করেন। তারপর একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন। দেশকে মুক্তি দেন। জনগণকে মুক্তি দেন। কথা পরিষ্কার। আপনাকে জাতীয় সরকার দিতেই হবে। এবার আর জনগণ ছাড়বে না। গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে নির্বাচন কমিশন অভিমুখী গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া গণমিছিল শান্তিনগর পর্যন্ত পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
পদযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে সৈয়দ রেজাউল করীম বলেন, প্রধান নির্বাচন কমিশনার সুস্থ নন। বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করীমের ওপর নির্মম হামলা ও আক্রমণ হয়েছে। অথচ প্রধান নির্বাচন কমিশনারের কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তিনি (মেয়রপ্রার্থী) কি ইন্তেকাল করেছেন। কোনো বিবেকবান মানুষ তার এই বক্তব্যকে সমর্থন করতে পারেনি। এতে প্রমাণিত হয় তিনি সুস্থ নন। তার পদত্যাগের জন্য যা যা করা দরকার, জনগণ তাই করবে। সিইসি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মিছিল শেষ করার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করি। আমাদের কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে। কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এ বাধা কোনো কাজে আসবে না। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা পুলিশ বাহিনীর সদস্যদের বলবো, আপনারা জনগণের সেবক, সরকারের নয়। তাই জনগণের দাবি আদায়ে বাধা দেবেন না। দুঃখ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সিটি নির্বাচনে সরকার, আওয়ামী লীগ ও পুলিশ মিলে ভোট কারচুপি করলো। এতে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। বর্তমান সরকার বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না।
এ সরকারকে পদত্যাগ করিয়ে আমাদেরই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কায়েম করতে হবে। দেশের অবস্থা ভয়াবহ দাবি করে মুফতি রেজাউল করীম বলেন, দেশের মানুষ কিন্তু অশান্তির আগুনে সর্বত্র দাউদাউ করে জ্বলছেন। জনগণ তো কারেন্টের বিল বকেয়া রাখেননি। তাহলে সেই টাকা কোথায় গেল? আমরা দেখি সরকার ও তার সন্ত্রাসীরা জনগণের ঘাম ঝরানো টাকা বিদেশে পাচার করছেন। গণমিছিলে উপস্থিত ছিলেন দলটির সভাপতিম-লীর সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজি, সভাপতিম-লীর সদস্য আশরাফ আলী আকন্দ, মহাসচিব ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াজ, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা মনসুর আহমেদ, ইসলামি আইনজীবী পরিষদের জয়েন সেক্রেটারি এডভোকেট খালিদ মিয়া, এডভোকেট মাহমুদুর রহমান প্রমুখ।