উত্তরায় হামলায় মাথা ফেটে গেছে মহিলা দলের নেত্রী নিলুর

উত্তরায় হামলায় মাথা ফেটে গেছে মহিলা দলের নেত্রী নিলুর

প্রথম নিউজ, ঢাকা: উত্তরায় মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিন নিলুর মাথা ফেটে গেছে।

পুলিশ ও যুবলীগের কর্মীরা পিটিয়ে রামপুরা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও মহিলাদলের ক্রীড়া সম্পাদক নিলুফা ইয়াসমিন নিলু মাথা পিটিয়ে মাথা ফেটে দিয়েছে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

 পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা উত্তরায় জড়ো হতে থাকেন।

দলীয় সূত্র জানায়, এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় ও তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। তাদের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীরাও বিএনপির ওপর চড়াও হয়। এ সময় মারাত্মকভাবে আহত হন নিলু।