জানা গেল টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: আগেই জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এবার প্রকাশ পেল বিশ্বকাপ শুরুর দিনক্ষণ। জানা গেছে, আগামী বছর ৪ জুন শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট, যা শেষ হবে ৩০ জুন।
ভারত বিশ্বকাপ শেষ হতে না হতেই বেজে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। মাত্র পাঁচ মাস পর মাঠে গড়াবে এই আসর। এবারই প্রথমবার বিস্তৃত আকারে হবে এই টুর্নামেন্ট। অংশ নেবে ২০টি দল। যার মাঝে ১৫টি দল এরইমধ্যে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে আসর শুরুর তারিখ ও ভেন্যু সংখ্যা। জানা গেছে, ১০টি ভেন্যুতে এই আসর আয়োজন করতে আগ্রহী আয়োজনকরা। আইসিসির একটি প্রতিনিধিদল এই সপ্তাহে নাকি যুক্তরাষ্ট্রে কিছু ভেন্যু পরিদর্শনও করে এসেছে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, ভেন্যু হিসেবে প্রাথমিক তালিকায় আছে ফ্লোরিডার লডারহিল। ভারতের বিপক্ষে চলতি সিরিজে এ মাঠেই টি-টোয়েন্টি খেলবেন ক্যারিবীয়রা। বিবেচনায় আছে মরিসভিল ও ডালাসের দু’টি মাঠও। আছে নিউইয়র্কের নামও। এই মাঠে মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র। তবে এ দু’টি মাঠ এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। ফলে আগামী কয়েকদিনের মাঝেই এই ভেন্যুগুলো নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।
উল্লেখ্য, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আট দলসহ আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দু’টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রও আয়োজক হিসাবে সরাসরি খেলবে। তবে বাছাইপর্ব খেলে এই তালিকায় জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। কোয়ালিফায়ার থেকে আরো পাঁচ দল নির্ধারণ হবে। যে সব অঞ্চল থেকে দলগুলো আসবে তা হলো,আমেরিকা (১), আফ্রিকা (২) ও এশিয়া (২)।