উজবেক পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক
তাসখন্দের স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ ডেস্ক: উজবেকিস্তানের পররাষ্ট্র উপমন্ত্রী বাখরমজন এলয়েভের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। তাসখন্দের স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, উজবেক উপমন্ত্রী ও রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা দুই বন্ধুপ্রতীম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বন্ধুত্ব আরও সম্প্রসারিত ও সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেন।
নিউইয়র্কে কনসাল জেনারেল দায়িত্ব পালন করা মোহাম্মদ মনিরুল ইসলামকে গত ৯ আগস্ট উজবেকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। তিনি রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন। গত ৩০ আগস্ট নবনিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম উজবেকিস্তানের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।