ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেপ্তার

ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেপ্তার

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাদক সম্রাট নামে পরিচিত মো. দেলোয়ার হোসেন মাইকেলকে (৩৬) ১৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বামনী ইউনিয়নের কবির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১৫০০ ইয়াবা ও দুইশ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়।  

মাইকেল উপজেলার শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে।

 শুক্রবার (৬ অক্টোবর) সকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।  

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আরেফিন বলেন, মাইকেল দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলেন।

তার বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ ও সদর থানায় ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিভিন্ন অপরাধে ১০টি মামলা বিচারাধীন রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরও একটি মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।