ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার
মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রথম নিউজ, কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ জন ছাত্রলীগ কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে- সাব্বির খান, শামীম রেজা, আশিক কুরাইশী, আকিব মাসুদ অনুভব, শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন, পারভেজ হোসেন বানাত, আব্দুল কাদের, তাসিন আজাদকে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসাথে, স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হলো।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পাশে আমবাগানে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মীরা। প্রতক্ষ্যদর্শীরা জানান, আলোচনা সভার শুরুতে মিলনায়তনে ঢুকতে গিয়ে কথা-কাটাকাটি হয় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী শামীম রেজা ও শেখ রাসেল হলের শিক্ষার্থী ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিক কোরেশির মধ্যে।
পরে এ ঘটনার জেরে আলোচনা সভা শেষে মিলনায়তনের বাহিরে এসে ফের উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে জিয়াউর রহমান হল ও শেখ রাসেল হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার একপর্যায়ে ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিবের ছুরিকাঘাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই বর্ষের মুফতাইন আহমেদ সাবিক আহত হন। এরই রেশ ধরে কয়েকদফায় চতুর্মুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মীরা। এতে অন্তত পাঁচজন আহত হন।জড়িয়ে যায় লালন শাহ ও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মীরাও।