ইউক্রেন নিছক একটি অস্ত্র মাত্র, রাশিয়ার ‘আসল’ শত্রু কে জানালেন পুতিন

সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

ইউক্রেন নিছক একটি অস্ত্র মাত্র, রাশিয়ার ‘আসল’ শত্রু কে জানালেন পুতিন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাশিয়ার শত্রুদের ব্যবহার করা একটি অস্ত্র হচ্ছে ইউক্রেন। এই অস্ত্র দিয়ে রাশিয়াকে পরাস্ত করতে চাইছে সম্মিলিত পশ্চিমা দেশগুলোর জোট। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন। তিনি মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত হওয়া সেনাদের সঙ্গে দেখা করেন। এসময় তাকে সাংবাদিকরা ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থন সম্পর্কে প্রশ্ন করেন। এর জবাবে পুতিন বলেন, ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু এই পশ্চিমা দেশগুলোই। ইউক্রেন কেবলমাত্র তাদের একটি অস্ত্র। ইউক্রেনের মাধ্যমে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। 

পুতিন আরও বলেন যে, মস্কো এবং কিয়েভের মধ্যে দ্বন্দ্বও পশ্চিমা দেশগুলোর হাতে সাজানও। তারা রাশিয়াকে পরাজিত করতে চায়। তবে পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, যারা কিছুদিন আগেও রাশিয়াকে পরাজয়ের কথা বলতেন, তারাই এখন কীভাবে দ্রুত সংঘাতের অবসান ঘটানো যায় সেই রাস্তা খুঁজছে। পুতিন জানান, রাশিয়াও দ্বন্দ্ব শেষ করতে চায়। তবে শুধুমাত্র রাশিয়ার দেয়া শর্ত অনুযায়ীই সংঘাত শেষ হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের আজীবন লড়াই করার ইচ্ছা নেই, তবে আমরা আমাদের অবস্থান ছাড়তে যাচ্ছি না। 

পুতিন বলেন, আপনারা দেখছেন যে যুদ্ধক্ষেত্র থেকে তারা ধীরে ধীরে পিছু হঠছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তথাকথিত সভ্য পশ্চিমারা এক জোট হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তা সত্ত্বেও তারা হারছে।