ইউক্রেনে আবাসিক ভবনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত
প্রথম নিউজ, ডেস্ক : পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরে মস্কোর ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রে আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। রুশ বাহিনীর এই বর্বরতায় নিহত হয়েছেন অন্তত ৮ জন বেসামরিক নাগরিক। আহত আরও অনেকে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে মস্কো।
একটি বিধ্বস্ত পাঁচতলা সোভিয়েত যুগের ভবনের ফুটেজ প্রকাশ হয়েছে। যেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ইউক্রনীয় জরুরি পরিষেবা।
অঞ্চলটির গভর্নর বলেছেন, প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার ৪০ মিনিট পর দ্বিতীয়টি আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ার অধীনে থাকা ডনেস্ক শহরের উত্তর-পশ্চিম থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভস্ক।
ডনেস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, রাশিয়ার এই হামলায় দুটি ভবন, একটি হোটেল, দোকান ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
আবাসিক স্থাপনায় হামলার প্রসঙ্গে প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ২০২২ সালে শুরুর হওয়া যুদ্ধে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, জাপোরিজ্জিয়া, চেরনেহিভ, মারিউপোল ও খেরসনের বহু বাড়ি-ঘর, সামরিক স্থপনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন হাজার হাজার