বিচারক স্বল্পতার কারণে বিচারপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হয়: প্রেসিডেন্ট
বিচারক নিয়োগের পাশাপাশি আধুনিক তথ্য প্রযুক্তিসহ সময়োপযোগী পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট।
প্রথম নিউজ, ঢাকা: প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন আধুনিক তথ্য প্রযুক্তিসহ পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধিদল বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে গেলে প্রেসিডেন্ট এ আহ্বান জানান।
প্রেসিডেন্ট বলেন, বিচার পাওয়া জনগণের অধিকার, তাই বিচারক স্বল্পতার কারণে বিচারপ্রার্থীরা যাতে ভোগান্তির শিকার না হয় সে লক্ষ্যে বিচারকদের খেয়াল রাখতে হবে। এ সময় প্রেসিডেন্ট জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আরো গতিশীল করার জন্য কার্যকরী ব্যবস্থা নেয়ার কথাও বলেন।
বিচারক নিয়োগের পাশাপাশি আধুনিক তথ্য প্রযুক্তিসহ সময়োপযোগী পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে বিচারকদের দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট।
সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াসহ কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রেসিডেন্ট জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব আগামীতে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবে, তিনি আশা করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, আইন সচিব মো. গোলাম সারওয়ার, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া ( জিন্না), হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব।