ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।  

ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকেই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো।  শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার এখনই উপযুক্ত সময়। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।  

ঋষি সুনাক বলেন, রাশিয়ার হামলায় ধুঁকে ধুঁকে মরছে ইউক্রেনবাসী। দেশটিকে যুদ্ধে বিজয়ী করতে সামরিক সহায়তা দ্বিগুণ করার সময় এসেছে। শান্তি ফিরিয়ে আনতে সামরিক কৌশলেও পরিবর্তন আনতে হবে। এ সময় ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় দীর্ঘকালীন সহায়তার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। দেশটির সহায়তায় নতুন একটি কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। 

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত হয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টও অংশ নিয়েছেন এতে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সমালোচনা করছেন পশ্চিমা নেতারা। এদিকে চীনও অংশ নিয়েছে এ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন নিয়ে দেশটির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে 'হাস্যকর' আখ্যা দিয়েছেন চীনের জ্যেষ্ঠ কূটনীতিক। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: