আস্থাভোটে হেরে ভেঙে গেল স্লোভাকিয়ার সরকার
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে আস্থাভোটে হেরে স্লোভাকিয়ার সরকার ভেঙে গেছে। সরকার বাঁচাতে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের জোট সরকার। শেষ মুহূর্তে পদত্যাগ করেন অর্থমন্ত্রীও। তবে তাতে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে আস্থাভোট হয় স্লোভাকিয়ার পার্লামেন্টে। এতে সরকারের বিরুদ্ধে ভোট বেশি পড়ায় ভেঙে যায় এডুয়ার্ড হেগের জোট সরকার। পার্লামেন্টে ১৫০ জন সদস্যের মধ্যে ৭৮ জন তার বিরুদ্ধে ভোট দেন। ফলে সরকারের প্রতি পার্লামেন্টের অনাস্থা স্পষ্ট হয়। ভেঙে পড়ে সরকার। ডয়চে ভেলে জানিয়েছে, গত বেশ কয়েকমাস ধরে অর্থমন্ত্রী ইগর ম্যাতোভিচের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আস্থাভোটে জিততে শেষ মুহূর্তে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এডুয়ার্ড।
কিন্তু তাতেও লাভ হয়নি। তার জোটসঙ্গীরাই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। এখন দেশটির প্রেসিডেন্টকে ঠিক করতে হবে তিনি কেয়ারটেকার সরকার তৈরি করে কাজ চালাবেন, নাকি নতুন করে নির্বাচন ঘোষণা করবেন। প্রেসিডেন্ট চাইলে বর্তমান প্রধানমন্ত্রীকেই নতুন করে সরকার গঠনের সুযোগ দিতে পারেন। অথবা, বিভিন্ন দল থেকে নেতাদের নিয়ে তিনি একটি কেয়ারটেকার মন্ত্রিসভা গঠন করতে পারেন। এছাড়া নতুন করে নির্বাচন ঘোষণার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে পার্লামেন্টের বিরোধী দলই নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে। আবার কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews